Friday, May 27, 2022

B. Number

 

  1. B.A.   B.A.'S  Rule-21.
  2. Baby- শিশু Babies  Rule-04.
  3. Bacterium- রোগজীবাণু  Bacteria  Rule-24.
  4. Bag- থলে   Bags     Rule-01.
  5. Baggage- Sing. যাত্রীর মালপত্র   Rule-27. 
  6. Bagful- এক থলে Bagfuls  Rule-17.
  7. Ball- বল  Balls   Rule-01.
  8. Bamboo- বাঁশ  Bamboos  Rule-10.
  9. Bandit- দস্যু  Bandits/Banditti  Rule-24.
  10. Basis- ভিত্তি  Bases  Rule-24.
  11. Basketful- একঝুড়ি দ্রব্য  Basketfuls  Rule-17.
  12. Bat- বাদুর Bats Rule-01.
  13. Bay- উপসাগর Bays  Rule-05.
  14. Beard- দাড়ি  Singular  Rule-27.
  15. Bee- মৌমাছি  Bees  Rule-01.
  16. Beef- Sing. গোমাংস  (a) Beefs- Pl. নানা ধরনের গোমাংস Beefs are available in this hostel.  (b) Beeves- Pl. ষাড় The beeves are strong.
  17. Belief- বিশ্বাস Beliefs  Rule-08.
  18. Bellows- Pl. হাপর    Rule-28.
  19. Belongings- Pl. অধিকারভূক্ত জিনিসপত্র   Rule-28.  
  20. Bench- বেঞ্চ Benches  Rule-02.
  21. Billiards- Sing. বিলিয়ার্ড    Rule-27. 
  22. Bird- পাখি  Birds  Rule-01.
  23. Blitz- বিমান আক্রমণ Blitzes  Rule-02.
  24. Boat- নৌকা  Boats   Rule-01.
  25.  Boatman- মাঝি Boatmen  Rule-15.
  26. Body- শরীর Bodies  Rule-04.
  27. Book-case বইয়ের খোপ Book-cases 
  28. Book-shelf  বইয়ের তাক Book-shelfs  Rule-19.
  29. Bottle- বোতল  Bottles   Rule-01.
  30. Bowels- Pl. নাড়িভুড়ি    Rule-28.
  31. Box- বাক্স Boxes Rule-02.
  32. Boy- বালক Boys  Rule-05.
  33. Brace- পাখির জোড়া; [নির্দিষ্ট সংখ্যা যেমন- one, two, three.....ইত্যাদি থাকলে brace বসবে] উদাহরণ- one brace; Two brace; Three brace...ইত্যাদি কিন্তু অনির্দিস্ট সংখ্যা যেমন- a few; many; several; some......ইত্যাদি থাকলে braces বসবে]  উদাহরণ-  a few braces; many braces; several braces; some braces ইত্যাদি।
  34. Brahaman- ব্রাহ্মণ Brahamans   Rule-16.
  35. Branch- শাখা Branches  Rule-02.
  36. Bread- Sing. রুটি    Rule-27.
  37. Brick- Sing. ইট    Rule-27.
  38. Brief- সংক্ষিপ্ত Briefs Rule-08.
  39. Brother- Sing. ভাই  (a) Brothers- Pl. সহোদর ভাই Karim has two brothers.  (b) Brethren- Pl. একই সমাজে ভ্রাতৃস্থানীয় ব্যক্তিবর্গ The brethren of the club are active.
  40. Brother-in-law  শ্যালক Brothers-in-law  Rule-18.
  41. Brush- ব্রাশ Brushes  Rule-02.
  42. Buffalo- Buffaloes  Rule-09.
  43. Building- ভবন  Buildings   Rule-01. 
  44. Bureau- সরকারি বিভাগ  Bureaus/Bureaux  Rule-24.
  45. Bus- বাস Buses  Rule-02.
  46. Bush- ঝোপ Bushes  Rule-02.
  47. Business- Sing. ব্যবসায়    Rule-27.

Rule- 01. সাধারণত Singular Noun এর শেষে `S' যোগ করে Plural করতে হয়। 

Rule- 02. Singular Noun এর শেষে `Ch (চ-এর মত উচ্চারণ);  S; Sh; SS; X এবং Z' থাকলে `es' যোগ করে করতে হয়। 

Rule- 03. Singular Noun এর শেষে `ch (ক-এর মত উচ্চারণ) থাকলে  s যোগ করে plural করতে হয়। 

Rule- 04. Singular Noun এর শেষে Y থাকলে এবং সে Y এর পূর্বে Consonant থাকলে Y এর স্থলে i বসে তারপর es যোগ করে Plural হয়। 

Rule- 05. Singular Noun এর শেষে Y থাকলে এবং সে Y এর পূর্বে Vowel থাকলে Y এর পরিবর্তন হয় না। শুধুমাত্র S যোগ করে Plural হয়। 

Rule- 06. Singular Noun এর শেষে F, Fe থাকলে F, Fe এর স্থলে v বসে তারপর es যোগ করে Plural হয়। 

Rule- 07. Singular Noun এর শেষে F, Fe থাকা সত্ত্বেও শুধুমাত্র s যোগ করে Plural হয়। 

Rule- 08. Singular Noun এর শেষে afe, arf, eef, erf, ief, iff, off, oof, ulf, urf থাকলে শুধুমাত্র s যোগ করে Plural হয়। 

Rule- 09. Singular Noun এর শেষে O থাকলে এবং O এর পূর্বে Consonant থাকলে es যোগ করে Plural হয়। 

Rule- 10. Singular Noun এর শেষে O থাকলে এবং O এর পূর্বে Vowel থাকলে শুধু s যোগ করে Plural হয়

Rule-11. Noun এর শেষে s বা es যে কোন একটি যোগ করে Plural হয়।

Rule-12. Noun এর শেষে O এবং O এর পূর্বে Consonant থাকা সত্ত্বেও শুধু s যোগ করে Plural হয়। 

Rule- 13. Noun এর শুধু মাঝের Vowel পরিবর্তন করে Plural হয়।

Rule- 14. Noun এর শেষে en, ren, ne যোগ করে Plural হয়।

Rule- 15. Compound Noun এর শেষাংশে man হলে এবং উহার অর্থ মানুষ হলে man এর পরিবর্তে men ব্যবহার করে Plural হয়। 

Rule- 16. Man এর অর্থ মানুষ না হয়ে কেবল শব্দের অংশ হলে অথবা জাতি বা নাগরিক বুঝালে man এর সংঙ্গে s যোগ করে Plural হয়।

Rule- 17. Compound Word এর শেষে  ful থাকলে উহার শেষে s যোগ করে Plural হয়। 

Rule-18. একাধিক শব্দযোগে গঠিত Compound এর Plural করতে হলে উহার প্রধান অংশের সাথে s যোগ করতে হয়। 

Rule-19. Compound Noun এর শেষে শুধুমাত্র s যোগ করে Plural হয়। 

Rule-20. Compound Noun এর প্রত্যেকটি অংশে  Plural হয়। 

Rule- 21. বর্ণ, সংখ্যা বা প্রতীককে Plural করতে Apostrophe (') ব্যবহার করতে হয়

Rule- 22. Pronoun এর Singular ও Plural.

Rule-23. Singular এক অর্থ এবং Plural অন্য অর্থ হয়। 

Rule- 24. Foreign (Singular and Plural)

Rule- 25. Singular ও Plural উভয় অর্থে ব্যবহৃত হয়।

Rule- 26. Collective Noun এর Singular এর মতো দেখতে  কিন্তু এগুলো Plural অর্থে ব্যবহৃত হয়।

Rule- 27. Plural এর মতো হলেও এগুলো মূলত Singular অর্থে ব্যবহৃত হয়। 

Rule- 28. Plural অর্থে ব্যবহৃত হয়। 

Rule- 29. কতগুলো Noun সাধারণত Plural রূপ গ্রহণ করলেও যখন সেগুলো Compound adjective গঠন করে এবং নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে তখন উক্ত Nounটি Singular হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে Compound adjectiveটির পূর্বে Singular adjective a, an, one, this, that ইত্যাদি বসে। 

Rule- 30. সংবাদ, প্রতিজ্ঞা, খবর, প্রতিশ্রুতি অর্থে Word শব্দটি সব সময়ে Singular রূপে ব্যবহৃত হয় Plural রূপ হয় না। 

Rule- 31. একাংশ ছাড়া সকল ভগ্নাংশের পরেই Plural number বসে।  

Rule- 32. দেশের নাম, বইয়ের নাম দেখতে Plural এর মতো হলেও এগুলো Singular এবং এগুলোর পরে Verb singular হয়। 

Rule- 33. More than one.. Singular noun হিসেবে পরিগণিত হয়। তাই এর পরে Verb এর singular হয় More than two/three..  Plural noun হিসেবে পরিগণিত হয়। তাই এর পরে verb এর plural হয়। 

Rule- 34. নির্দিষ্ট দৈর্ঘ্য বা পরিমাপ বুঝালে কোন Noun দেখতে Plural হলেও তাদের পরবর্তী verb এর singular number বসে। 

Rule- 35. lots of, a lot of, heaps of, half of এর পরে Singular noun থাকলে verb টিও singular বসে এবং  plural noun থাকলে verb টিও plural বসে। 

Rule- 36. To, after ইত্যাদি দ্বারা একই noun যুক্ত হলে সেগুলো singular হিসেবে গণ্য হয়। 


No comments:

Post a Comment

A. all Rules

 Number বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বুঝায়।  সংজ্ঞাঃ যা দ্বারা কোন গণনাবাচক Noun বা Pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে...