- He gave me a five taka note- সে আমাকে একটি পাঁচ টাকার নোট দিল। a four year diploma course- চার বছরের ডিপ্লোমা কোর্স। a five foot scale- একটি পাঁচ ফুট স্কেল। Rule-29.
- Aborigines- Pl. আদিম অধিবাসী, আদিবাসী Rule-28.
- Abuse- sing .অপব্যবহার; Now-a-days the mighty make abuse of power.
Abuse- Sing. তিরস্কার; Father abused me for my idleness. . Abuses- Pl. Abuses of power are common today.
- Advice- উপদেশ Advices- সংবাদ Rule-23.
- Advocate- উকিল Advocates Rule-01.
- Advocate-general Advocate-generals Rule-19.
- Agendum- আলোচ্য বিষয় Agenda Rule-24.
- Air- বাতাস Airs- চালচলন Rule-23.
- Aircraft- বিমান Aircraft Rule-25.
- Alms- Pl. ভিক্ষা Rule-28.
- Alibi- অন্যত্রস্থিতি Alibis Rule-01.
- Alphabet- Sing.বর্ণমালা Rule-27.
- Alumnus- প্রাক্তন ছাত্র/ছাত্রী Alumni Rule-24.
- Amends- Pl. ক্ষতিপূরণ Rule-28.
- Analysis- বিশ্লেষণ Analyses Rule-24.
- Ant- পিঁপড়া Ants Rule-01.
- Apex- চূড়া Apices Rule-24.
- Apparatus- যন্ত্রপাতি Apparatus Rule-25.
- Appendix- পরিশিষ্ট Appendices Rule-24.
- Aquarium- [অ্যাকোয়েরিয়াম] n. মাছের চৌবাচ্চা aquariums, aquaria.
- Arcanum- [আরকেনাম] n. গুপ্তরহস্য arcana.
- Archipelago- [আর্কিপেলাগো] n. দ্বীপপুঞ্জ archipelagoes
- Archives- pl. [আর্কাইভজ] n. সরকারি কাগজপত্র।
- Aristocracy- Pl. কুলীন সম্প্রদায়। Rule-26.
- Arm- Sing. বাহু; Arms- Pl. বাহু; Man has two arms. Arms- Pl. অস্ত্রশস্ত্র; The culprit was caught with arms.
- Armchair- Armchairs Rule-19.
- Army- সৈন্য Armies Rule-04.
- Artillery- Pl. আগ্নেয়ন্ত্রসকল Rule-26.
- Ashes- Pl. ছাই Rule-28.
- Ass- গাধা Asses Rule-02.
- Assets- Pl. সম্পদ Rule-28.
- Athletics- Sing. শরীরচর্চা বিজ্ঞান Rule-27.
- Attorney- আমমোক্তার Attorneys Rule-05.
- Attorney-general Attorney-generals Rule-19.
- Axis- অক্ষ Ases Rule-24.
Rule- 01. সাধারণত Singular Noun এর শেষে `S' যোগ করে Plural করতে হয়।
Rule- 02. Singular Noun এর শেষে `Ch (চ-এর মত উচ্চারণ); S; Sh; SS; X এবং Z' থাকলে `es' যোগ করে করতে হয়।
Rule- 03. Singular Noun এর শেষে `ch (ক-এর মত উচ্চারণ) থাকলে s যোগ করে plural করতে হয়।
Rule- 04. Singular Noun এর শেষে Y থাকলে এবং সে Y এর পূর্বে Consonant থাকলে Y এর স্থলে i বসে তারপর es যোগ করে Plural হয়।
Rule- 05. Singular Noun এর শেষে Y থাকলে এবং সে Y এর পূর্বে Vowel থাকলে Y এর পরিবর্তন হয় না। শুধুমাত্র S যোগ করে Plural হয়।
Rule- 06. Singular Noun এর শেষে F, Fe থাকলে F, Fe এর স্থলে v বসে তারপর es যোগ করে Plural হয়।
Rule- 07. Singular Noun এর শেষে F, Fe থাকা সত্ত্বেও শুধুমাত্র s যোগ করে Plural হয়।
Rule- 08. Singular Noun এর শেষে afe, arf, eef, erf, ief, iff, off, oof, ulf, urf থাকলে শুধুমাত্র s যোগ করে Plural হয়।
Rule- 09. Singular Noun এর শেষে O থাকলে এবং O এর পূর্বে Consonant থাকলে es যোগ করে Plural হয়।
Rule- 10. Singular Noun এর শেষে O থাকলে এবং O এর পূর্বে Vowel থাকলে শুধু s যোগ করে Plural হয়
Rule-11. Noun এর শেষে s বা es যে কোন একটি যোগ করে Plural হয়।
Rule-12. Noun এর শেষে O এবং O এর পূর্বে Consonant থাকা সত্ত্বেও শুধু s যোগ করে Plural হয়।
Rule- 13. Noun এর শুধু মাঝের Vowel পরিবর্তন করে Plural হয়।
Rule- 14. Noun এর শেষে en, ren, ne যোগ করে Plural হয়।
Rule- 15. Compound Noun এর শেষাংশে man হলে এবং উহার অর্থ মানুষ হলে man এর পরিবর্তে men ব্যবহার করে Plural হয়।
Rule- 16. Man এর অর্থ মানুষ না হয়ে কেবল শব্দের অংশ হলে অথবা জাতি বা নাগরিক বুঝালে man এর সংঙ্গে s যোগ করে Plural হয়।
Rule- 17. Compound Word এর শেষে ful থাকলে উহার শেষে s যোগ করে Plural হয়।
Rule-18. একাধিক শব্দযোগে গঠিত Compound এর Plural করতে হলে উহার প্রধান অংশের সাথে s যোগ করতে হয়।
Rule-19. Compound Noun এর শেষে শুধুমাত্র s যোগ করে Plural হয়।
Rule-20. Compound Noun এর প্রত্যেকটি অংশে Plural হয়।
Rule- 21. বর্ণ, সংখ্যা বা প্রতীককে Plural করতে Apostrophe (') ব্যবহার করতে হয়
Rule- 22. Pronoun এর Singular ও Plural.
Rule-23. Singular এক অর্থ এবং Plural অন্য অর্থ হয়।
Rule- 24. Foreign (Singular and Plural)
Rule- 25. Singular ও Plural উভয় অর্থে ব্যবহৃত হয়।
Rule- 26. Collective Noun এর Singular এর মতো দেখতে কিন্তু এগুলো Plural অর্থে ব্যবহৃত হয়।
Rule- 27. Plural এর মতো হলেও এগুলো মূলত Singular অর্থে ব্যবহৃত হয়।
Rule- 28. Plural অর্থে ব্যবহৃত হয়।
Rule- 29. কতগুলো Noun সাধারণত Plural রূপ গ্রহণ করলেও যখন সেগুলো Compound adjective গঠন করে এবং নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে তখন উক্ত Nounটি Singular হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে Compound adjectiveটির পূর্বে Singular adjective a, an, one, this, that ইত্যাদি বসে।
Rule- 30. সংবাদ, প্রতিজ্ঞা, খবর, প্রতিশ্রুতি অর্থে Word শব্দটি সব সময়ে Singular রূপে ব্যবহৃত হয় Plural রূপ হয় না।
Rule- 31. একাংশ ছাড়া সকল ভগ্নাংশের পরেই Plural number বসে।
Rule- 32. দেশের নাম, বইয়ের নাম দেখতে Plural এর মতো হলেও এগুলো Singular এবং এগুলোর পরে Verb singular হয়।
Rule- 33. More than one.. Singular noun হিসেবে পরিগণিত হয়। তাই এর পরে Verb এর singular হয় More than two/three.. Plural noun হিসেবে পরিগণিত হয়। তাই এর পরে verb এর plural হয়।
Rule- 34. নির্দিষ্ট দৈর্ঘ্য বা পরিমাপ বুঝালে কোন Noun দেখতে Plural হলেও তাদের পরবর্তী verb এর singular number বসে।
Rule- 35. lots of, a lot of, heaps of, half of এর পরে Singular noun থাকলে verb টিও singular বসে এবং plural noun থাকলে verb টিও plural বসে।
Rule- 36. To, after ইত্যাদি দ্বারা একই noun যুক্ত হলে সেগুলো singular হিসেবে গণ্য হয়।