- Ear- কান Ears Rule-01.
- Earnings- Pl. আয় Rule-28.
- Eassay- প্রবন্ধ Eassays Rule-05.
- Echo- প্রতিধ্বনি Echoes Rule-09.
- Economics- Sing. অর্থনীতি Rule-27.
- Effect-
Sing. ফলাফল; Effects- Pl. ফলাফল; The medicine will have good effects.
Effects- Pl. অস্থাবর সম্পত্তি; He has sold off his effects.
- Egg- ডিম Eggs Rule-01.
- Elf- পরী Elves Rule-06.
- Ellipsis- উহ্য শব্দ Ellipses Rule-24.
- Enemy- শত্রু Enemies Rule-04.
- Englishman- ইংরেজ Englishmen Rule-15.
- Entrails- Pl. নাড়িভুড়ি Rule-28.
- Environs- Pl. শহরতলী Rule-28.
- Erratum- ভূলের তালিকা Errata Rule-24.
- Ethics- Sing. নীতিশাস্ত্র Rule-27.
- Expenditure- Sing. খরচ Rule-27.
- Eye- চোখ Eyes Rule-01.
Rule- 01. সাধারণত Singular Noun এর শেষে `S' যোগ করে Plural করতে হয়।
Rule- 02. Singular Noun এর শেষে `Ch (চ-এর মত উচ্চারণ); S; Sh; SS; X এবং Z' থাকলে `es' যোগ করে করতে হয়।
Rule- 03. Singular Noun এর শেষে `ch (ক-এর মত উচ্চারণ) থাকলে s যোগ করে plural করতে হয়।
Rule- 04. Singular Noun এর শেষে Y থাকলে এবং সে Y এর পূর্বে Consonant থাকলে Y এর স্থলে i বসে তারপর es যোগ করে Plural হয়।
Rule- 05. Singular Noun এর শেষে Y থাকলে এবং সে Y এর পূর্বে Vowel থাকলে Y এর পরিবর্তন হয় না। শুধুমাত্র S যোগ করে Plural হয়।
Rule- 06. Singular Noun এর শেষে F, Fe থাকলে F, Fe এর স্থলে v বসে তারপর es যোগ করে Plural হয়।
Rule- 07. Singular Noun এর শেষে F, Fe থাকা সত্ত্বেও শুধুমাত্র s যোগ করে Plural হয়।
Rule- 08. Singular Noun এর শেষে afe, arf, eef, erf, ief, iff, off, oof, ulf, urf থাকলে শুধুমাত্র s যোগ করে Plural হয়।
Rule- 09. Singular Noun এর শেষে O থাকলে এবং O এর পূর্বে Consonant থাকলে es যোগ করে Plural হয়।
Rule- 10. Singular Noun এর শেষে O থাকলে এবং O এর পূর্বে Vowel থাকলে শুধু s যোগ করে Plural হয়
Rule-11. Noun এর শেষে s বা es যে কোন একটি যোগ করে Plural হয়।
Rule-12. Noun এর শেষে O এবং O এর পূর্বে Consonant থাকা সত্ত্বেও শুধু s যোগ করে Plural হয়।
Rule- 13. Noun এর শুধু মাঝের Vowel পরিবর্তন করে Plural হয়।
Rule- 14. Noun এর শেষে en, ren, ne যোগ করে Plural হয়।
Rule- 15. Compound Noun এর শেষাংশে man হলে এবং উহার অর্থ মানুষ হলে man এর পরিবর্তে men ব্যবহার করে Plural হয়।
Rule- 16. Man এর অর্থ মানুষ না হয়ে কেবল শব্দের অংশ হলে অথবা জাতি বা নাগরিক বুঝালে man এর সংঙ্গে s যোগ করে Plural হয়।
Rule- 17. Compound Word এর শেষে ful থাকলে উহার শেষে s যোগ করে Plural হয়।
Rule-18. একাধিক শব্দযোগে গঠিত Compound এর Plural করতে হলে উহার প্রধান অংশের সাথে s যোগ করতে হয়।
Rule-19. Compound Noun এর শেষে শুধুমাত্র s যোগ করে Plural হয়।
Rule-20. Compound Noun এর প্রত্যেকটি অংশে Plural হয়।
Rule- 21. বর্ণ, সংখ্যা বা প্রতীককে Plural করতে Apostrophe (') ব্যবহার করতে হয়
Rule- 22. Pronoun এর Singular ও Plural.
Rule-23. Singular এক অর্থ এবং Plural অন্য অর্থ হয়।
Rule- 24. Foreign (Singular and Plural)
Rule- 25. Singular ও Plural উভয় অর্থে ব্যবহৃত হয়।
Rule- 26. Collective Noun এর Singular এর মতো দেখতে কিন্তু এগুলো Plural অর্থে ব্যবহৃত হয়।
Rule- 27. Plural এর মতো হলেও এগুলো মূলত Singular অর্থে ব্যবহৃত হয়।
Rule- 28. Plural অর্থে ব্যবহৃত হয়।
Rule- 29. কতগুলো Noun সাধারণত Plural রূপ গ্রহণ করলেও যখন সেগুলো Compound adjective গঠন করে এবং নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে তখন উক্ত Nounটি Singular হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে Compound adjectiveটির পূর্বে Singular adjective a, an, one, this, that ইত্যাদি বসে।
Rule- 30. সংবাদ, প্রতিজ্ঞা, খবর, প্রতিশ্রুতি অর্থে Word শব্দটি সব সময়ে Singular রূপে ব্যবহৃত হয় Plural রূপ হয় না।
Rule- 31. একাংশ ছাড়া সকল ভগ্নাংশের পরেই Plural number বসে।
Rule- 32. দেশের নাম, বইয়ের নাম দেখতে Plural এর মতো হলেও এগুলো Singular এবং এগুলোর পরে Verb singular হয়।
Rule- 33. More than one.. Singular noun হিসেবে পরিগণিত হয়। তাই এর পরে Verb এর singular হয় More than two/three.. Plural noun হিসেবে পরিগণিত হয়। তাই এর পরে verb এর plural হয়।
Rule- 34. নির্দিষ্ট দৈর্ঘ্য বা পরিমাপ বুঝালে কোন Noun দেখতে Plural হলেও তাদের পরবর্তী verb এর singular number বসে।
Rule- 35. lots of, a lot of, heaps of, half of এর পরে Singular noun থাকলে verb টিও singular বসে এবং plural noun থাকলে verb টিও plural বসে।
Rule- 36. To, after ইত্যাদি দ্বারা একই noun যুক্ত হলে সেগুলো singular হিসেবে গণ্য হয়।
No comments:
Post a Comment