Saturday, May 7, 2022

Z. Number

         Singular - Plural

  1. Zero [জিরো] n. শূন্য Zeroes; Zeros Rule-09; 12. 
  2. Zulu [জূলূ] n. জুলু; Zulus. a member of a South African tribe.-দক্ষিণ আফ্রিকার একটি উপজাতির সদস্য। the language of the Zulus.- জুলুদের ভাষা।


Rule- 09. Singular Noun এর শেষে O থাকলে এবং O এর পূর্বে Consonant থাকলে es যোগ করে Plural হয়। 

Rule-12. Noun এর শেষে O এবং O এর পূর্বে Consonant থাকা সত্ত্বেও শুধু s যোগ করে Plural হয়।


No comments:

Post a Comment

A. all Rules

 Number বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বুঝায়।  সংজ্ঞাঃ যা দ্বারা কোন গণনাবাচক Noun বা Pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে...