Friday, May 27, 2022

Y. Number

 

  1. X-rays [এক্স-রেজ] n. রঞ্জন রশ্মি; x-rays. 
  2. Yard- [ইয়ার্ড] n. উঠান- Yards  Rule-01. an enclosed ground beside or around a building- একটি বিল্ডিংয়ের পাশে বা চারপাশে একটি ঘেরা মাঠ। 
  3. Year- [ঈয়ার] n. বছর- Years  Rule-01. a period of twelve months- বারো মাস সময়কাল। Year in, Year out- বরাবর। Year book- বর্ষপঞ্জি। a book giving facts about the current year- বর্তমান বছরের সম্পর্কে তথ্য প্রদান একটি বই।
  4. Yen [ইয়েন] n. জাপানের মুদ্রাবিশেষ; pl. yen. the unit of money in Japan.- জাপানে টাকার একক।
  5. Yeoman [ইয়োম্যান] n. মধ্যবিত্ত চাষী; pl. yeomen. a man owning and farming small estate- একজন ছোট এস্টেটের মালিক এবং চাষ করেন; a middle class farmer- একজন মধ্যবিত্ত কৃষক; a man of common rank, next below a gentle man- সাধারণ পদমর্যাদার একজন মানুষ, পাশে একজন ভদ্রলোক; one of the body guards of the king- রাজার দেহরক্ষীদের একজন।
  6. You- [ইউ] n. তুমি  You- তোমরা  Rule-22.
  7. Your- [ইউর] তোমার Your- তোমাদের  Rule-22.
  8. Yourself [ইওরসেলফ] pron. sing. তুমিই; তোমরাই; আপনিই; yourselves [ইওরসেলভস] pron. pl. তোমরাই; আপনারাই; তোরাই।
  9. Youth [ইয়ুথ] n.  যৌবণ; তারুণ্য; Pl.- youths; young persons taken together- যুবকদের একত্রিত করা হয়েছে।

Rule- 01. সাধারণত Singular Noun এর শেষে `S' যোগ করে Plural করতে হয়। 

Rule- 22. Pronoun এর Singular ও Plural.


No comments:

Post a Comment

A. all Rules

 Number বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বুঝায়।  সংজ্ঞাঃ যা দ্বারা কোন গণনাবাচক Noun বা Pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে...