Friday, May 27, 2022

W. Number

 

  1. Wages- Sing. বেতন, মজুরি   Rule-27.
  2. War- [ওয়ার] n. যুদ্ধ Wars  Rule-01. 
  3. Wall- [ওয়াল] n. দেওয়াল Walls  Rule-01. a stone or brick structure serving to protect or enclose- পাথর বা ইটের কাঠামো রক্ষা বা ঘেরা পরিবেশন করা। go to the wall- পরাজিত হওয়া। with one's back to the wall- প্রচুর বিপদের মধ্যে সংগ্রাম করা। fighting against great odds.
  4. Washerman- [ওয়শারম্যান] n. ধোপা Washermen  Rule-15. a man who washes clothes, especially for hire- একজন লোক যে কাপড় ধোয়, বিশেষ করে ভাড়ার জন্য।
  5. Watch- [ওয়াচ] n. হাতঘড়ি Watches  Rule-02. 
  6. Wharf- [হোয়ার্ফ] n. ঘাট Wharfs/Wharves  Rule-08; 07. a platform for mooring ships to load and unload- ঘাটের জাহাজের জন্য লোড এবং আনলোড করতে একটি প্ল্যাটফর্ম।
  7. Wife-[ওয়াইফ] n. স্ত্রী  Wives  Rule-06. a female consort- একজন মহিলা সঙ্গী। any woman- যে কোন মহিলা।
  8. Window- [উয়িন্ডো] n. জানালা Windows  Rule-01. an opening  in a wall for air and light- বাতাস এবং আলোর জন্য একটি প্রাচীরে খোলা।
  9. Wish- [উয়িশ] n. ইচ্ছা Wishes  Rule-02. 
  10. Wits- [উয়িটস] n. Pl. বুদ্ধি    Rule-28. (In other words- অর্থাৎ ; যথা that is to say; to wit; namely) (at one's wit's end- কিংকর্তব্যবিমূঢ়; utterly at a loss.)
  11. Wolf- [উলফ] n. নেকড়ে বাঘ  Wolves  Rule-06. a wild animal of the dog tribe- কুকুর গোত্রের একটি বন্য প্রাণী। cry wolf- বিপদ আসিয়াছে বলিয়া মিথ্যা চিৎকার করা; raise a false alarm. Keep the wolf from the door- অভাব বা উপবাসের হাত এড়ানো। Wolf in sheep's clothing- বিড়াল-তপস্বী; কপট ব্যক্তি।
  12. Wood- [উড] n. কাঠ Woods অরণ্য (singular) Rule-23. timber- কাঠ। the hard part of trees- গাছের শক্ত অংশ।
  13. Woman- [উম্যান] n. নারী Women  Rule-13. adult female- বয়স্ক মহিলা।
  14. Woman-servant  চাকরাণী  Women-servants  Rule-20.
  15. Word- [ওয়ার্ড] n. শব্দ, সংবাদ, প্রতিজ্ঞা, খবর, প্রতিশ্রুতি। 1. Word- শব্দ; Don't utter a word. 2. Word (সংবাদ) came that he was dead- সংবাদ এসেছে যে তিনি মারা গেছেন। 3. He has kept his word (প্রতিজ্ঞা).-তিনি তার কথা রেখেছেন। 4. He sent word (খবর) that he would not come.- তিনি খবর পাঠালেন যে তিনি আসবেন না। 5. I give you my word (প্রতিশ্রুতি).- আমি কথা দিয়েছি। Words- শব্দ; Pl. Some meaningful words make a sentence.  Rule-30. (a play upon word- শ্লেষ। pun.) (at one's word- আদেশমাত্র; মুখের কথা পাইলেই। at one's command.) (in a word. in one word-সংক্ষেপে; এক  কথায় বলিতে গেলে। briefly; to sum up.) (In other words- অর্থাৎ ; যথা that is to say; to wit; namely) (In so many words- অবিকল সেই কথাগুলো বলে; using exactly the same words.) (true to one's word- যে কথা সেই কাজ, প্রতিজ্ঞাপরায়ণ; faithful to what one promises.)
  16. Workman- [ওয়ার্কম্যান] n. কাজের লোক Workmen  Rule-15. a hired labourer- একজন ভাড়া করা শ্রমিক।

Rule- 01. সাধারণত Singular Noun এর শেষে `S' যোগ করে Plural করতে হয়। 

Rule- 02. Singular Noun এর শেষে `Ch (চ-এর মত উচ্চারণ);  S; Sh; SS; X এবং Z' থাকলে `es' যোগ করে করতে হয়। 

Rule- 06. Singular Noun এর শেষে F, Fe থাকলে F, Fe এর স্থলে v বসে তারপর es যোগ করে Plural হয়। 

Rule- 07. Singular Noun এর শেষে F, Fe থাকা সত্ত্বেও শুধুমাত্র s যোগ করে Plural হয়। 

Rule- 08. Singular Noun এর শেষে afe, arf, eef, erf, ief, iff, off, oof, ulf, urf থাকলে শুধুমাত্র s যোগ করে Plural হয়। 

Rule- 13. Noun এর শুধু মাঝের Vowel পরিবর্তন করে Plural হয়।

Rule- 15. Compound Noun এর শেষাংশে man হলে এবং উহার অর্থ মানুষ হলে man এর পরিবর্তে men ব্যবহার করে Plural হয়। 

Rule-20. Compound Noun এর প্রত্যেকটি অংশে  Plural হয়। 

Rule-23. Singular এক অর্থ এবং Plural অন্য অর্থ হয়। 

Rule- 27. Plural এর মতো হলেও এগুলো মূলত Singular অর্থে ব্যবহৃত হয়। 

Rule- 28. Plural অর্থে ব্যবহৃত হয়। 

Rule- 30. সংবাদ, প্রতিজ্ঞা, খবর, প্রতিশ্রুতি অর্থে Word শব্দটি সব সময়ে Singular রূপে ব্যবহৃত হয় Plural রূপ হয় না। 

 

No comments:

Post a Comment

A. all Rules

 Number বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বুঝায়।  সংজ্ঞাঃ যা দ্বারা কোন গণনাবাচক Noun বা Pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে...